স্বাস্থ্য সেবার বিকাশে সাইক গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়া স্যার এবং সন্মানিত ম্যানেজিং ডিরেক্টর সোহেলী ইয়াসমিন ম্যাডাম ২০০৮ সালে সাইক ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি মিরপুর ১ – মিরপুর ১০ প্রধান সড়ক সংলগ্ন সনি স্কয়ারের দক্ষিণ-পশ্চিম পার্শে অবস্থিত। সাইক ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব যাত্রার প্রারম্ভকাল থেকেই সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের মাধ্যমে সুনাম অর্জন করেছে। দেশের সরকারী ও বেসরকারী হাসপাতাল-এর স্বনামধন্য ডাক্তারগণ এখানে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সাইক ল্যাব-এ রোগীদের সঠিক রোগ নির্ণয়ের জন্য রয়েছে অত্যাধনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল ল্যাবরেটরি সাথে অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট। বর্তমানে দেশের স্বাস্থ্য খাতে সাইক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সাস্থ্য পরীক্ষার নির্ভূল রিপোর্ট এবং মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে সাইক সর্বদা অঙ্গীকারবদ্ধ।