বিদেশযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সুবিধা এখন সাইক ল্যাব’এ
প্রতি বছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী কর্মী বিদেশ গিয়ে বৈদেশিক কর্মসংস্থান, রেমিট্যান্স প্রবাহ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিদেশ গমনেচ্ছু বাংলাদেশী কর্মীদের গন্তব্য দেশের চাহিদার আলোকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি অনুযায়ী অভিবাসী কর্মীদের বিদেশ যাত্রাকালে কম খরচে সবধরনের স্বাস্থ্যগত পরীক্ষা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই সাইকে স্বাস্থ্য পরীক্ষার ব্যয় অভিবাসন প্রত্যাশীদের নাগালের মধ্যে রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন শারীরিক ও মানসিক উপযুক্ততার সনদ প্রদান করা হয়। অভিবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের লক্ষ্যে সাইক ল্যাব’এ প্রয়োজনীয় যন্ত্রপাতি, সমৃদ্ধ প্যাথলজিক্যাল ল্যাবরেটরি এবং দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা রয়েছে।
সাইক ল্যাব’এর বৈশিষ্ট
- সাইক ল্যাব স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত।
- এক্স-রে ইউনিটের জন্য বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের Nuclear Safety and Radiation Control Division কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স রয়েছে।
- আন্তর্জাতিক মান বজায় রেখে ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করার পাশাপাশি কম্পিউটারাইজড ও অনলাইনে রিপোর্ট প্রদানের সক্ষমতা রয়েছে।
- দ্রুততম সময়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ভুল রিপোর্ট প্রদানের সক্ষমতা রয়েছে।
- বসার জন্য সুসজ্জিত অপেক্ষাগার বা ওয়েটিং রুম রয়েছে।
- বিভিন্ন ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ল্যাবরেটরি।
- সার্বক্ষণিক পানি, বিদ্যুৎ ও পয়ঃনিস্কাশনের ব্যবস্থা রয়েছে।
- পরীক্ষিত কর্মীদের প্রাসঙ্গিক তথ্যাদি নূন্যতম ১(এক) বছর সংরক্ষণ করা হয়।
যোগাযোগ
সাইক ল্যাব 01936-005835 |
সাইক ওভারসিস 01936-005866 |