কনসালটেন্ট (ডেন্টাল)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
যে সকল রোগের চিকিৎসা করেন
মুখে ঘা, দাঁত ও দাঁতের মাড়ির ক্ষত, দাঁত শিরশির করা, দাঁতের পুডিং, রুট ক্যানাল, দাঁত ওয়াস, দাঁত তোলা ও বাধাই করা, দাঁতের মাড়ী ও দাঁতের ক্ষয় রোগ, দাঁতের ক্যাপ বসানো, মাড়ী ও টি এম জয়েন্টের ব্যাথা, মুখ ও গহ্বরের সকল সমস্যা।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ডাঃ খোন্দকার জায়দা নাসরিন ম্যাডাম কিছুদিন যাবত নিয়মিত চেম্বার করতে পারছেন না। অনাকাঙ্ক্ষিত বিষয়টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।